ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, সেপ্টেম্বর ২৫, ২০২৫
রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেছে।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) একই আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, রোববার পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতির জেরে প্রশাসনের জরুরি সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একইসঙ্গে গত শনিবারের শিক্ষক লাঞ্ছনার অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। তবে কোটা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার এবং লাঞ্ছনার বিচারের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই শাটডাউনের ঘোষণা দিয়েছিলেন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।