ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় পেঁয়াজের দাম বাড়ানোয় ৩০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, সেপ্টেম্বর ১৪, ২০২০
বগুড়ায় পেঁয়াজের দাম বাড়ানোয় ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়া: পেঁয়াজের দাম বাড়ানোর অভিযোগে বগুড়ার সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজাবাজারে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।



নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, পেঁয়াজের আড়তে তিন ব্যবসায়ীকে দোকানে মূল্য সংরক্ষণ না করা এবং মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৩৯ ধারায় তিন মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
কেইউএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।