ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগ সেবাকে আরো সহজ ও স্বচ্ছ করতে হবে: বিডা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, সেপ্টেম্বর ৮, ২০২০
বিনিয়োগ সেবাকে আরো সহজ ও স্বচ্ছ করতে হবে: বিডা ৪টি সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে বিডার সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে উন্নত দেশের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ। আর আন্তর্জাতিক মানের বিনিয়োগ সেবার মাধ্যমেই তা করা সম্ভব, এই জন্য আমাদের বিনিয়োগ সেবাকে আরো সহজ, স্বচ্ছ, দ্রুত এবং উন্নত করতে হবে, যাতে বিনিয়োগকারী সহজেই একই জায়গা থেকে সেবাগুলো পেতে পারেন।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বিডার প্রধান কার্যালয়ের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে ৪টি সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিরাজুল ইসলাম বলেন, শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর নয়, দ্রুত এর বাস্তবায়ন ঘটিয়ে সেবা প্রদান করতে বিডা বদ্ধপরিকর। সমঝোতা স্মারকের ইন্টিগ্রেশন বাস্তবায়নের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অতি দ্রুত নতুন বিদ্যুৎ সংযোগ পাবেন বলে তিনি জানান।

বিডা’র সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি),  নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.।

বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে নতুন ৪টি সংস্থাসহ সর্বমোট ২০টি সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।