ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সহপাঠীদের বিরোধ মেটাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৯, অক্টোবর ২১, ২০২৫
সহপাঠীদের বিরোধ মেটাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

হাটহাজারীতে বিরোধ মেটাতে গিয়ে সহপাঠীদের পিটুনিতে মো. তানভীর (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বিরোধ সৃষ্টি হলে তানভীর তাদের থামানোর চেষ্টা করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একপক্ষ দুপুরে তানভীরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে সে মারা যায়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।