ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিদেশি নাগরিক ছিনতাইকারীর কবলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, অক্টোবর ২১, ২০২৫
চট্টগ্রামে বিদেশি নাগরিক ছিনতাইকারীর কবলে

চট্টগ্রাম: বন্দর থানাধীন কাস্টম মোড় এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন একজন বিদেশি নাগরিক। এ ঘটনায় শাকিল ও সাজ্জাদ নামের দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

 

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে মূল সড়কে হাঁটার সময় এক চীনা নাগরিকের ওপর আকস্মিক হামলা করে ছিনতাইকারীরা। তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, এক বিদেশি নাগরিক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি বন্দর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

এ ঘটনায় স্থানীয় লোকজন শাকিল ও সাজ্জাদ নামে দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেছে।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।