চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দরে বর্ধিত ট্যারিফ (মাশুল) কার্যকর হচ্ছে আগামী ১৫ অক্টোবর (১৪ অক্টোবর রাত ১২টায়)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দরের ‘ট্যারিফ অন গুডস অ্যান্ড ভ্যাসেলস এটসেটরা ফর চিটাগাং পোর্ট অথরিটি ২০২৫’ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এসআরও নম্বর ৩৬৪-আইন/২০২৫ (১৪ সেপ্টেম্বর) এর মাধ্যমে জারি করা হয়েছে। জারি করা গেজেট অনুযায়ী চবক ট্যারিফ ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকরের নির্দেশনা রয়েছে।
এ প্রেক্ষিতে ১৪ অক্টোবর রাত ১২টার পর থেকে অ্যারাইভেল ডেট বিবেচনা করে চট্টগ্রাম বন্দরে আসা সব জাহাজের ভ্যাসেল বিল, কনটেইনার ও কার্গো বিল নতুন প্রবর্তিত ট্যারিফ রেইট অনুযায়ী আদায়যোগ্য হবে।
সিঅ্যান্ডএফ এজেন্টসহ চবকের অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণও উক্ত সময়ের পর থেকে নতুন প্রবর্তিত ট্যারিফ অনুযায়ী চবক মাশুল পরিশোধ করবে। এ উদ্দেশ্যে চবকের তালিকাভুক্ত সব শিপিং এজেন্ট তফসিলি ব্যাংকে স্থিত রিভলভিং অ্যাকাউন্টে নতুন ট্যারিফ অনুযায়ী যথাযথ পরিমাণ অর্থের সংস্থান রেখে আসা জাহাজের নো অবজেকশন সার্টিফিকেটের (এনওসি) জন্য আবেদন করবে।
গেজেট আকারে প্রকাশিত চবকের নতুন ট্যারিফ শিডিউল নির্ধারিত সময় ১৪ অক্টোবর রাত ১২টার পর দ্রুততার সাথে নিরবচ্ছিন্ন ও নির্ভুলভাবে কার্যকর করার লক্ষ্যে ভ্যাসেল, কার্গো ও কনটেইনার বিল প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার আপডেট, সিস্টেম আপগ্রেডেশন, সিস্টেম ভ্যালিডেশনের প্রয়োজনীয় কাজ সম্পাদন করবে।
সূত্র জানায়, তিন যুগের বেশি সময় পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্যারিফ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয় গত ১৪ সেপ্টেম্বর। ব্যবসায়ী সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর তা কার্যকরের সময় এক মাস পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। ব্যবসায়ীদের দাবি নতুন ট্যারিফে ৩৫-৪০ শতাংশ মাশুল বেড়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ এক হিসাবে জানিয়েছে, নতুন ট্যারিফে প্রতি কেজিতে ১২-১৪ পয়সা মাশুল বেড়েছে।
এআর/টিসি