ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, সেপ্টেম্বর ৩০, ২০২৫
ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি: সরওয়ার আলমগীর  পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরসহ অন্যরা।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই।

তিনি বলেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করেছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না।

বিএনপি নেতাকর্মীরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের দক্ষিণ  ফটিকছড়ির লেলাং ইউনিয়ন, নানুপুর ইউনিয়ন, খিরাম ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু মিহির চক্রবর্তী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন সহ উপজেলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এমআর/ টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।