চট্টগ্রাম: ‘এফবি খাজা আজমীর’ নামের একটি ফিশিং বোটের মালিক আলী আকবর ১৫ দিন ধরে ১৫ জন স্টাফসহ সাগরে নিখোঁজ রয়েছেন। স্বামীর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্ত্রী সেলিনা আক্তার।
জিডিতে সেলিনা আক্তার উল্লেখ করেন, তার স্বামী একজন ব্যবসায়ী।
এই ধারাবাহিকতায় চলতি মাসের ১৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে আলী আকবর (৪৯) নিজে ও তার অধীনে থাকা বোটের মাঝি আবু তাহের (৫৫), জামাল (৪৫), রুবেলসহ (৩৫) মোট ১৪-১৫ জন স্টাফ নিয়ে বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট সংলগ্ন কর্ণফুলী নদী থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেন।
ওই রাতেই প্রায় ৯টা ৪৫ মিনিটের দিকে সেলিনা আক্তারের সঙ্গে আলী আকবরের সর্বশেষ কথা হয়। তখন তিনি জানান, সাগরে মাছ ধরতে যাচ্ছেন এবং দোয়া করতে বলেন। এরপর থেকে বহুবার যোগাযোগের চেষ্টা করলেও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সাগরে অবস্থানকালে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ সম্ভব না হওয়ায় সেলিনা আক্তার ১০-১১ দিন অপেক্ষা করেন। এরপরও মাঝি ও স্টাফদের মোবাইল নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। বর্তমানে তার স্বামীসহ মোট ১৫ জন এবং বোটটি নিখোঁজ রয়েছে।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ‘এফবি খাজা আজমীর’ নামের একটি বোটসহ ১৫ জন স্টাফ নিখোঁজের বিষয়ে সেলিনা আক্তার নামে এক নারী সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
বিই/টিসি