ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করে নির্বাচন দিন: শাহজাহান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, সেপ্টেম্বর ২৬, ২০২৫
ফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করে নির্বাচন দিন: শাহজাহান

চট্টগ্রাম: জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি মূলত ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করার একটি গণদাবিতে পরিণত হয়েছে। দেশের সকল শ্রেণীর জনগণ এতে পূর্ণ সমর্থন দিচ্ছে।

তাই উৎসবমুখর নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে পাঁচ দফা দাবি অনুযায়ী জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সংসদে পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়া।
 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাঁশখালী উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সবার বিচার সম্পন্ন করা। ফ্যাসিবাদের দোসর তথা সহযোগী জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা এখন জনতার দাবী। পাঁচ দফা দাবি বাস্তবায়ন না করলে পুনরায় ফ্যাসিবাদের উত্থান হবে। তাই ফ্যাসিবাদ উত্থানের সকল পথ বন্ধ করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।  

এতে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম-১৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, পৌরসভা আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের ও উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ প্রমুখ।

এছাড়া কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।