চট্টগ্রাম: সাগরে মাছ ধরতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে মো. আরিফ (২২) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে মো. আরিফ রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মাছ ধরতে গভীর সমুদ্রে যাওয়ার জন্য নৌকায় উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে আরিফ পানিতে পড়ে যান।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাকিব মেহবুব বাংলানিউজকে জানান, মাছ ধরতে যাওয়া একজন জেলে নিখোঁজ হওয়ার খবর পেয়েছি আমরা। আমাদের উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করছে।
এআর/পিডি/টিসি