ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি ও জিয়া পরিবার ধ্বংসের ষড়যন্ত্র চলছে: মীর হেলাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, জুলাই ১৫, ২০২৫
বিএনপি ও জিয়া পরিবার ধ্বংসের ষড়যন্ত্র চলছে: মীর হেলাল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে। এখনও ষড়যন্ত্র চলমান রয়েছে।

জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত আছি। সূর্যের আলো অনেকের অপছন্দ হলেও তাকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই।
দেশনায়ক তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের সূর্য। তাকে রুখে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ব্যতীত কারও নেই। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে আয়োজিত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে শুরু করে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর গেট এসে শেষ হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের রূপকার উল্লেখ করে মীর হেলাল বলেন, আজ দেশে যে মব কালচারের সৃষ্টি করছেন, তা হলো পলাতক, ফ্যাসিস্ট হাসিনার মব সন্ত্রাসের ধারাবাহিকতা। তবে হুঁশিয়ার করে দিতে চাই, আগামীতে যদি শিষ্টাচার বহির্ভূত আর কোনো কর্মকাণ্ড দেখি তাহলে চট্টগ্রাম থেকে প্রতিরোধ গড়ে তুলবো। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধৈর্য ধরতে, সংযম করতে। তাই আমরা অত্যন্ত ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূইয়া, জহিরুল হক টুটুল, এম আবু বক্কর রাজু, রাজিম উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, ইফতেখার উদ্দিন নিবলু ও তাজুল ইসলাম নয়ন প্রমুখ।  

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।