ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দুদকের মামলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, জুলাই ১৫, ২০২৫
দুদকের মামলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী কারাগারে  দুদকের লোগো

চট্টগ্রাম: দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ের প্রধান সহকারী শাহনাজ পারভীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।

শাহনাজ পারভীন (৫৫), বোয়ালখালী উপজেলার মধ্যম কড়লডেঙ্গা এলাকার সুলতানুল আলম চৌধুরীর স্ত্রী।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ১৭ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী শাহনাজ পারভীন ও তার স্বামী বন বিভাগের কর্মচারী সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

শাহনাজ পারভীন ১৯৯১ সালে অফিস সহকারী পদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগ দিয়েছিলেন। তার দাখিল করা সম্পদ বিবরণীর বাইরে দুদক জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৭ লাখ ৯ হাজার ১৮৮ টাকা সম্পদ অর্জন এবং ২ লাখ ২ হাজার ২৪৩ টাকা গোপনের তথ্য পায়। অন্যদিকে সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫১ লাখ ৩৩ হাজার ৮৩৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায়। তদন্ত শেষে চলতি বছর ১২ মার্চ আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করে দুদক।

চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ বাংলানিউজকে বলেন, দুদকের দায়ের করা মামলার আসামি শাহনাজ পারভীনকে পুলিশের সহযোগিতায় সোমবার রাতে ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (আজ) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।  

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।