চট্টগ্রাম: দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ের প্রধান সহকারী শাহনাজ পারভীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন।
শাহনাজ পারভীন (৫৫), বোয়ালখালী উপজেলার মধ্যম কড়লডেঙ্গা এলাকার সুলতানুল আলম চৌধুরীর স্ত্রী।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ১৭ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী শাহনাজ পারভীন ও তার স্বামী বন বিভাগের কর্মচারী সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ বাংলানিউজকে বলেন, দুদকের দায়ের করা মামলার আসামি শাহনাজ পারভীনকে পুলিশের সহযোগিতায় সোমবার রাতে ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (আজ) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এমআই/টিসি