ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৭ দফা আদায়ের মাধ্যমেই গণঅভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে: শামসুল ইসলাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জুলাই ১২, ২০২৫
৭ দফা আদায়ের মাধ্যমেই গণঅভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে: শামসুল ইসলাম ...

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত সাত দফা আদায়ের মাধ্যমেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম।

শুক্রবার (১১ জুলাই) রাতে বিআইএ মিলনায়তনে ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়ে জাতীয় সমাবেশ জাতীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার পর গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশের আয়োজন করেছে।

আসন্ন জাতীয় সমাবেশ সফল করার জন্য তিনি সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনূছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, বন্দর থানা আমীর অধ্যাপক মাহমুদুল আলম, বায়েজিদ থানা মাওলানা জাকির হোসেন, পতেঙ্গা থানা আমীর অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, আকবর শাহ থানা আমীর আবদুল হান্নান চৌধুরী, খুলশী থানা আমীর, অধ্যাপক আলমগীর ভূঁইয়া, সদরঘাট থানা আমীর আবদুল গফুর, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম, সিসিএ সভাপতি সেলিম জামাল প্রমুখ।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।