ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, জুলাই ১২, ২০২৫
কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল কিশোরের ...

চট্টগ্রাম: নগরের পতেঙ্গায় আউটার রিং রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুবায়ের শেখ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।  

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ধুমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় জুবায়েরকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়ে যায়।

পুলিশ জানায়, নিহত জুবায়ের শেখের গ্রামের বাড়ি খুলনার বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নে। তার পরিবার নগরের মাইলের মাথা এলাকায় একটি ভাড়া বাসায় থাকে। সে গার্মেন্টে চাকরি করতো।

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহত কিশোরের বড় বোনের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।