চট্টগ্রাম: তিন মাসের বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম ইপিজেডের প্রধান ফটক আটকে আন্দোলন করছেন থি আনিছ অ্যাপারেলস নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯ টা থেকে আন্দোলন শুরু করেন তারা।
জানা গেছে, বিদেশে রপ্তানিযোগ্য পোশাক তৈরির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটিতে প্রায় ৭০০ শ্রমিক কর্মরত। গত তিন মাস ধরে আটকে আছে তাদের বেতন-ভাতা।
মো. জাহিদ নামের এক শ্রমিক বাংলানিউজকে জানান, তিন মাসের বেতন-ভাতা বাকি। নিয়মিত বেতন না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের দাবি, দ্রুত বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হোক।
ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাঙ্গু নাগ বাংলানিউজকে জানান, বেতন-ভাতা বকেয়া থাকায় ইপিজেডের প্রধান ফটক আটকে দিয়েছে শ্রমিকরা। শ্রমিক নেতাদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছে। আলোচনা শেষে হয়তো সমাধান আসবে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গত মার্চ মাসের বেতন দুই-একদিনের মধ্যে দিয়ে দেবে এবং এপ্রিল মাসের বেতন চলতি মাসের ২৫ তারিখ দেবে। এই আশ্বাস মানতে নারাজ শ্রমিক পক্ষ।
এর আগে একই দাবিতে নগরের রুবি গেইট এলাকায় সড়ক অবরোধ করে রহিমা গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। এতে অফিসগামী লোকজন ও এসএসসি পরীক্ষার্থীরা আটকা পড়ে। এসময় দুই নম্বর গেট থেকে শুরু করে নগরের বায়েজিদ বোস্তামী পর্যন্ত যানজট তৈরি হয়।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বাংলানিউজকে জানান, তিন মাস বেতন বকেয়া থাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পুলিশ ও মালিকপক্ষের আশ্বাসে প্রায় ১০ মিনিট পর অবরোধ তুলে নেয়। মালিকপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনা চলছে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মে ০৮, ২০২৫
এমআর/টিসি