ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে: শামীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩০, মে ৭, ২০২৫
ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে: শামীম ...

চট্টগ্রাম: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায় ও জনগণের মালিকানা ফিরে পেতে জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। তাই দেশের মানুষ আগে জাতীয় সংসদ নির্বাচন চায়, স্থানীয় সরকার নির্বাচন নয়।

যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না।

বুধবার (৭ মে) কর্ণফুলী উপজেলার একটি কনভেনশন হলে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ১০ মে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মাহবুবের রহমান শামীম বলেন, পূর্বঘোষণা অনুযায়ী প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। আর যদি তা না করেন তাহলে কঠোর আন্দোলনে যাবে বিএনপি।

সভায় প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেন, আগামী ১০ মে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। এ সমাবেশে বিএনপির সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে। চট্টগ্রামের সব জেলা-উপজেলা হতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে দলে দলে সমাবেশে অংশ নিতে হবে। আমরা প্রমাণ করে দিতে চাই, বাংলাদেশের তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ে দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করে যাওয়া দেশনায়ক তারেক রহমানের পক্ষে বাংলাদেশের তরুণ সমাজ অবস্থান নিয়েছে। দলের মধ্যে কোনো বিভ্রান্ত কিংবা বিভাজন সৃষ্টি করা যাবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্ঠি করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।  

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, সচিব লায়ন হেলাল উদ্দিন, জেলা বিএনপি’র নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চেয়ারম্যান, আসহাব উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, রেজাউল করিম চৌধুরী নেছার চেয়ারম্যান, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, আমিনুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাস্টার মো. লোকমান, শওকত আলম চৌধুরী, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, হাজী মো. রফিকুল আলম, মাস্টার মো. রফিক, রাজীব জাফর চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী ও সরওয়ার হোসেন মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মে ৭, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।