ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

অস্ট্রেলিয়া শিবিরেও করোনার হানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
অস্ট্রেলিয়া শিবিরেও করোনার হানা

অ্যাশেজ সিরিজে ইংলিশ শিবিরে কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার অস্ট্রেলিয়া শিবিরেও হানা দিয়েছে ভাইরাসটি। সিডনি টেস্টে খেলার ঠিক আগ মুহূর্তে জানা গেল কোভিড পজিটিভ হয়েছেন ট্রাভিস হেড।

এ ব্যাটারের করোনাক্রান্ত হওয়ার কারণে যাত্রা স্থগিত হয়ে যায় অজিদের।  

ট্রাভিস হেডের বদলে অস্ট্রেলিয়া দলে তিনজন ক্রিকেটার নেওয়া হয়েছে। মিচেল মার্শ, নিক ম্যাডিনসন ও জন ইংলিসকে নিয়ে ফের সিডনির উদ্দেশে যাত্রা শুরু করবে কামিন্সের দল।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালে দুই দলের সবার নিয়মিত পিসিআর পরীক্ষাতেই পজিটিভ হন হেড। তেমন কোনো উপসর্গ তার নেই এই মুহূর্তে। আপাতত সঙ্গীনির সঙ্গে মেলবোর্নেই আইসোলেশনে থাকবেন তিনি।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ইংল্যান্ড দলের তিন সাপোর্ট স্টাফ ও পরিবারের চার সদস্য। পরিবারের একজন আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। এছাড়াও আক্রান্ত হয়েছেন ম্যাচ রেফারি ও সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড বুন।  

বুধবার (৫ জানুয়ারি) থেকে শুরু হবে সিডনি টেস্ট । ১৪ জানুয়ারিতে হোবার্টে অনুষ্ঠিতহ হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।