ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, সেপ্টেম্বর ১৫, ২০২৫
ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: পিসিবি ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ হয় না এই দুদলের মধ্যে, তাই বৈশ্বিক আসরগুলোতে এই লড়াই ঘিরে ভক্তদের আগ্রহ থাকে আকাশচুম্বী।

তবে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ‘এ’ ম্যাচ শেষে এমন এক ঘটনা ঘটল, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

গতকাল গ্রুপপর্বের ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয়রা দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দেয়। কিন্তু ম্যাচ শেষে ঘটে এক অস্বাভাবিক দৃশ্য। ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়রা হাত মেলাতে এগিয়ে গেলেও ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের সৌহার্দ্য প্রকাশ না করে দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান।

ভারতের এই সিদ্ধান্ত ছিল প্রতীকী প্রতিবাদ। এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের ভূমিকার প্রতিবাদ জানাতে এভাবে ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেক এড়িয়ে যান ভারতীয় খেলোয়াড়রা।

শুধু পাকিস্তানি খেলোয়াড়রাই নন, ভারতীয়দের এই সিদ্ধান্তে উপেক্ষিত হন ম্যাচ কর্মকর্তারাও। টিম ইন্ডিয়া মাঠ ছাড়ার আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট হ্যান্ডশেকের অপেক্ষায় ছিলেন। কিন্তু ভারতীয়রা তাড়াহুড়োয় তাকেও উপেক্ষা করেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় দল ম্যাচের আগেই এই সিদ্ধান্তের কথা পাইক্রফটকে জানিয়ে দেয়। পরে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে হ্যান্ডশেকের চেষ্টা না করার পরামর্শও দেন ম্যাচ রেফারি।

তবুও ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে ক্ষোভ জানিয়েছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘টসের সময় ম্যাচ রেফারি সালমান আলী আগাকে জানিয়েছিলেন, যাতে তিনি ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত না মেলান। এই আচরণ আমরা খেলাধুলার চেতনার পরিপন্থী বলে মনে করি। তাই বিষয়টি নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাচ্ছি। ’

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।