ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ভারতীয়দের আচরণে হতাশ পাকিস্তান কোচ বললেন, ‘আমরা প্রস্তুত ছিলাম হাত মেলাতে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, সেপ্টেম্বর ১৫, ২০২৫
ভারতীয়দের আচরণে হতাশ পাকিস্তান কোচ বললেন, ‘আমরা প্রস্তুত ছিলাম হাত মেলাতে’ মাইক হেসন/সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নতুন বিতর্ক। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান দলের সঙ্গে কোনো করমর্দন বা সৌজন্য বিনিময় করেনি।

এমনকি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ভারতীয় ড্রেসিংরুমে গেলেও কেউ বাইরে আসেনি।  

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে হেসন বলেন, ‘আমরা প্রস্তুত ছিলাম হাত মেলাতে। কিন্তু প্রতিপক্ষের পক্ষ থেকে সেই ইচ্ছা দেখা যায়নি। আমরা গিয়েছিলাম, কিন্তু তারা এরই মধ্যে ভেতরে ঢুকে গেছে। এমনভাবে ম্যাচের সমাপ্তি হওয়া হতাশাজনক। ’

পুরো ম্যাচ জুড়েই দুই দলের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি লক্ষ্য করা গেছে। টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব একে অপরের সঙ্গে হাত মেলাননি কিংবা চোখে চোখ রাখেননি।

ম্যাচ শেষে জয়সূচক ছক্কা হাঁকিয়েই সূর্যকুমার সরাসরি ডাগআউটে ফিরে যান শিবম দুবেকে সঙ্গে নিয়ে। সতীর্থদের সঙ্গে আলিঙ্গন আর উদযাপন হলেও পাকিস্তান শিবিরের প্রতি কোনো সৌজন্য দেখাননি ভারতীয়রা।

রাজনৈতিক উত্তেজনা ও পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিয়েছে ভারত। ম্যাচ শেষে উপস্থাপনায় সূর্যকুমার বলেন, ‘আজকের জয় আমরা উৎসর্গ করছি পহেলগাঁওয়ে নিহত ২৬ নিরীহ মানুষ ও আমাদের সশস্ত্র বাহিনীকে। শহীদদের পরিবারকে আমাদের সমবেদনা। তারা যেন আমাদের অনুপ্রাণিত করেন। ’

ভারতের এই অবস্থানের প্রতিবাদে উপস্থাপনা অনুষ্ঠানে হাজির হননি পাকিস্তান অধিনায়ক সালমান।

দুই ম্যাচে টানা জয়ে এশিয়া কাপে দারুণ শুরু করেছে ভারত। আগামী সাত দিনের মধ্যে উভয় দল সুপার ফোরে উঠতে পারলে আবারও মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

এএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।