ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

জরিমানা গুনতে হলো সিকান্দার রাজাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, নভেম্বর ৯, ২০১৫
জরিমানা গুনতে হলো সিকান্দার রাজাকে

ঢাকা: মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠের দায়িত্বে থাকা আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান জিম্বাবুয়ে ক্রিকেটার সিকান্দার রাজা। এ কারণে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।



অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে রাজাকে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আউটের পর আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান তিনি, যা আইসিসির দৃষ্টিতে আচরণবিধি ভঙ্গ করেছেন রাজা।

ম্যাচ চলাকালে ইনিংসের ২৬তম ওভারে মাশরাফির বলে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন। মাশরাফি ক্যাচের আবেদন করেন আম্পায়ার শরফুদ্দৌলার নিকট। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেও বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থেকে আপত্তি জানান তিনি।

আম্পায়ারের সাথে এই অসুলভ আচরণের দায়ে আইসিসির আচরণবিধির ২.১.৫ নং ধারা লঙ্ঘন করেছেন রাজা। আইসিসির এই বিধান অনুযায়ী ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ ব্যাটসম্যান সিকান্দার রাজাকে সতর্ক করার সাথে সাথে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ০৯ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।