ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিধ্বংসী ব্যাটিংয়ে ৯৬ বলে ১৫২ রান করলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, মে ১৮, ২০২৫
বিধ্বংসী ব্যাটিংয়ে ৯৬ বলে ১৫২ রান করলেন সাব্বির

বাংলাদেশের হয়ে এক সময় মাঠ মাতিয়েছে সাব্বির রহমান। বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিতি ছিল তার।

যদিও এখন জাতীয় দলে নেই। ফর্ম খরায় ভুগছেন ঘরোয়া লিগেও। তবে ইংল্যান্ডে গিয়ে করলেন বাজিমাত। বিধ্বংসী ব্যাটিংয়ে দেড়শ ছাড়িয়ে যান তিনি।  

বর্তমানে ইংল্যান্ডে টেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানে উক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন সাব্বির রহমান। লিগের একটি ম্যাচে আমেরশাম ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯৬ বলে ১৫২ রানের এক দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তার ইনিংসটি সাজানো ছিল ৯ ছক্কায়। এই ইনিংসে ভর করে উক্সব্রিজ দলের সংগ্রহ দাঁড়ায় ৩৪৮। তার পাশাপাশি আমান কাদ্রিও খেলেছেন ১৩৪ রানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে আমেরশাম থেমে যায় ২১৭ রানেই। ফলে ১৩১ রানের বড় জয় পায় উক্সব্রিজ। বল হাতেও ৪ ওভার করেন সাব্বির, তবে ২৭ রান খরচ করেও উইকেটের দেখা পাননি।

এই ম্যাচের আগেরটি ছিল তার লিগ অভিষেক। সেখানে বয়েন হিল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩৪ বল খেলে করেছিলেন ২৯ রান।  

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ম্যাচের স্কোরকার্ড শেয়ার করে সাব্বির লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন। ’

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।