বাংলাদেশের হয়ে এক সময় মাঠ মাতিয়েছে সাব্বির রহমান। বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিতি ছিল তার।
বর্তমানে ইংল্যান্ডে টেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানে উক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন সাব্বির রহমান। লিগের একটি ম্যাচে আমেরশাম ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯৬ বলে ১৫২ রানের এক দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তার ইনিংসটি সাজানো ছিল ৯ ছক্কায়। এই ইনিংসে ভর করে উক্সব্রিজ দলের সংগ্রহ দাঁড়ায় ৩৪৮। তার পাশাপাশি আমান কাদ্রিও খেলেছেন ১৩৪ রানের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে আমেরশাম থেমে যায় ২১৭ রানেই। ফলে ১৩১ রানের বড় জয় পায় উক্সব্রিজ। বল হাতেও ৪ ওভার করেন সাব্বির, তবে ২৭ রান খরচ করেও উইকেটের দেখা পাননি।
এই ম্যাচের আগেরটি ছিল তার লিগ অভিষেক। সেখানে বয়েন হিল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩৪ বল খেলে করেছিলেন ২৯ রান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ম্যাচের স্কোরকার্ড শেয়ার করে সাব্বির লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন। ’
আরইউ