তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে লিটন দাসের দল। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ সিরিজ জয়ের হাতছানি নিয়ে খেলতে নামলেও টস ভাগ্যে আজও হেরেছে।
শারজায় টস জিতে আবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ফলে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।
চার পরিবর্তন, একাদশে শান্ত-রিশাদ, নেই ইমন-মোস্তাফিজ
বাংলাদেশের একাদশে এসেছে চার পরিবর্তন। প্রথম ম্যাচে ঝড়ো সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমনকে রেখে দেওয়া হয়েছে বিশ্রামে। একই সঙ্গে একাদশে জায়গা হারিয়েছেন শেখ মেহেদী, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। আইপিএলে খেলতে যাওয়ায় মোস্তাফিজের অনুপস্থিতি আগে থেকেই নিশ্চিত ছিল।
এদের পরিবর্তে একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন এবং নাহিদ রানা।
বাড়তি ম্যাচে খুশি দুই দলই
প্রথমে সিরিজটি দুই ম্যাচেরই নির্ধারিত ছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে একটি অতিরিক্ত ম্যাচ আয়োজন করতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ মে, একই ভেন্যু শারজাহ স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে।
আজকের একাদশ
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও নাহিদ রানা।
সংযুক্ত আরব আমিরাত: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আর্যাংশু শর্মা (উইকেটকিপার), আলিসান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, মোহাম্মদ জোহাইর, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদউল্লাহ, মতিউল্লাহ খান ও সগীর খান।
এমএইচএম