এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত মাঝারি সংগ্রহে থামল বাংলাদেশ। ৫ উইকেটের বিনিময়ে লিটন দাসদের সংগ্রহ ১৫৪।
টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ভরসা জাগিয়েছিল টাইগাররা। তানজিদ হাসান তামিম আর সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ড দ্রুতই এগিয়ে যায়। মাত্র ৯ ওভারে আসে ৬৩ রানের উদ্বোধনী জুটি।
কিন্তু সেই যাত্রার ছন্দপতন হয় রশিদ খানের এক দারুণ ডেলিভারিতে। সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন সাইফ (৩০)। একটু পরেই ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক লিটন দাস। তবে অপর প্রান্তে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট চালিয়ে ফিফটি তুলে নেন তরুণ তামিম। তার ব্যাটে ভর করে এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ১০৪ রানে ব্যক্তিগত ৫২ রানে তার বিদায়েই থেমে যায় রানের জোয়ার।
এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে টাইগাররা। শামীম হোসেন পাটোয়ারী করেন ১১ বলে ১১ রান, তাওহীদ হৃদয়ও শুরুটা ভালো করেও থামলেন ২৬ রানে। শেষদিকে জাকের আলী অনিকের ১৩ বলে ১২ আর নুরুল হাসান সোহানের ঝটপট ৬ বলে ১২ রানে ভর করে ২০ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ১৫৪ রানে।
আফগানিস্তানের হয়ে ঘুরে দাঁড়ানোর নায়ক দুজন রশিদ খান ও নূর আহমেদ। দু’জনই নিয়েছেন দুটি করে গুরুত্বপূর্ণ উইকেট।
এফবি