ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে ফিক্সার আটক

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, নভেম্বর ৮, ২০১৫
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে ফিক্সার আটক ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সৌরভ সন্তোষ চৌধুরি (২৪) নামের এক বুকিকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।

শনিবার (০৭ নভেম্বর) বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ চলাকালীন সময়ে সন্দেহভাজন ব্যক্তিবর্গের সঙ্গে ম্যাচের তথ্য আদান প্রদান করছিলেন সন্তোষ।

ফিক্সিংয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতা আঁচ করতে পেরে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের (আকসু) সদস্যরা তাকে পুলিশের হাতে সোপর্দ করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুইয়া মাহবুব হোসেন সংবাদমাধ্যমকে জানান, আকসু ২৪ বছর বয়সী ভারতীয় নাগরিক সন্তোষ চৌধুরীকে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত সন্দেহে আটক করে পরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটক ব্যক্তির বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। তার জন্য আমরা রিমান্ডের আবেদনও করব।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৮ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।