ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের দাপুটে শতক

স্পোটর্স ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, নভেম্বর ৭, ২০১৫
মুশফিকের দাপুটে শতক ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই শতক তুলে নিলেন মুশফিকুর রহিম। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক।

১০৪ বল মোকাবেলা ৮ চার আর ১ ছয়ে এ শতক পূর্ণ করেন তিনি।

১৫৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩১.১০ গড়ে ৩৭৬৪ রান করেছেন। যার মধ্যে ২২টি অর্ধশতক আর আজকেরটাসহ ৪টি শতক রয়েছে।

এর আগে অর্ধশতক পূর্ণ করতে মুশফিক খেলেন ৫২ বল। এর মধ্যে ৫টি চারের মার ছিল। অর্ধশতকের পর শতক পূর্ণ করতে খেলেন সমান সংখ্যক বল।

পঞ্চম উইকেট জুটিতে সাব্বিরকে সঙ্গে নিয়ে মুশফিক গড়েন ১১৯ রানের পার্টনারশিপ। এটাই এ ইনিংসের সর্বোচ্চ জুটি। এ জুটির আগে তামিমের সঙ্গে ৭০ রানের ও সাকিবের সঙ্গে ২৩ রানের একটি একটি জুটিও হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএইচ

** ‘মিস্টার ডিপেন্ডেবল’র হাফ সেঞ্চুরি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।