টানা তিন ম্যাচ জয়ের পর এবার হারের মুখ দেখেছে চট্টগ্রাম। শুক্রবার (৩ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে রংপুরের কাছে ৫ উইকেটে হেরেছে ইয়াসির আলীর চট্টগ্রাম।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। মাত্র ৪৪ রানের মধ্যে তারা হারায় শীর্ষ ৪ ব্যাটারকে। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ইয়াসির আলী ও ইরফান শুক্কুর। তাদের ৪৮ রানের জুটি কিছুটা স্বস্তি দিলেও ইয়াসির ২২ রান করে বিদায় নিলে আবারও চাপে পড়ে দলটি।
ইরফান শুক্কুর একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান। তিনি ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকলেও যোগ্য সঙ্গীর অভাবে বড় সংগ্রহ গড়তে পারেনি চট্টগ্রাম। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৮।
রংপুরের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আব্দুল গাফফার সাকলাইন, তিনি ৩ উইকেট শিকার করেন। মুশফিক হাসান নেন ২টি উইকেট, আলাউদ্দিন বাবু ও নাসির হোসেন পান একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে রংপুরও শুরুতে চাপে পড়ে। মাত্র ১২ রানে তারা হারায় ওপেনার অনিক সরকার সেতুকে (৬)। তবে দ্বিতীয় উইকেটে নাসির হোসেন ও জাহিদ জাভেদের ৭৮ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
৩২ বলে ৪৩ রান করা নাসির আউট হন হাসান মুরাদের বলে। এরপর জাহিদ (৩৯), আব্দুল্লাহ আল মামুন (৪) ও নাঈম ইসলাম (২) দ্রুত আউট হয়ে গেলে কিছুটা শঙ্কা তৈরি হয় রংপুর শিবিরে। তবে সেই শঙ্কা দূর করেন অধিনায়ক আকবর আলী। ১৪ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ১২ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন তিনি।
এই জয়ের ফলে চট্টগ্রামের টানা তিন ম্যাচের জয়রথ থেমে গেলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রংপুর। ম্যাচে ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করে নাসির হোসেনই হয়েছেন দিনের সেরা পারফর্মার।
এফবি/আরইউ