বিশ্বকাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেস বোলারদের দাপটে প্রথম ওয়ানডেতে মাত্র ১২৯ রানে অলআউট হলো পাকিস্তান নারী দল।
টসে জিতে ব্যাটিংয়ে নামলেও শুরু থেকেই ধাক্কা খেতে থাকে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই মারুফা আক্তারের বলে উমাইমা সোহেল (০) এবং পরের ডেলিভারিতেই সিদরা আমিন (০) সাজঘরে ফেরেন। প্রথম ওভারেই দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
একপ্রান্তে দাঁড়িয়ে কিছুটা লড়াই করেন মুনিবাহ আলি (১৭) ও রামিন শামিম (২৩)। তবে দুজনকেই ফেরান বাংলাদেশের স্পিনাররা। মধ্য ওভারে আরেকবার ধস নামে। আউট হন সিদরা নওয়াজ (১৫), অধিনায়ক ফাতিমা সানা (২২) ও অভিজ্ঞ আলিয়া রিয়াজ (১৩)।
শেষ দিকে ডায়ানা বেগ (১৬*) চেষ্টা করলেও বড় রান আসেনি। পাকিস্তানের ইনিংস থামে মাত্র ১২৯ রানে।
বাংলাদেশ বোলারদের মধ্যে সবচেয়ে আলো ছড়ান তরুণ লেগ স্পিনার শর্না আক্তার, মাত্র ৩.৩ ওভারে ৫ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। দারুণ সঙ্গ দেন নাহিদা আক্তারও। তিনি ৮ ওভারে ২ উইকেট সংগ্রহ করেন ১৯ রান খরচায়। মারুফা আক্তার প্রথম ওভারে ২ উইকেট তুললেও আর উইকেটের দেখা পাননি। তবে তিনি কিপ্টে বোলিং করেন। রাবেয়া খান ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট তুলে নেন।
বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ৫০ ওভারের ম্যাচে নির্ধারিত ওভার ব্যাটিং করতে পারেনি পাকিস্তান নারী দল। ম্যাচ জিততে বাংলাদেশের দরকার মাত্র ১৩০ রান।
এফবি