দুবাইয়ের আলোর ঝলমলে মঞ্চে শুরু হয়েছে এবারের এশিয়া কাপ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হয়েছে ওমানের।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ হতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব গোল্ডেন ডাক মেরে ফেরেন সাজঘরে। তবে এরপরই ইনিংস গুছিয়ে তোলেন সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস। দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়েন কার্যকর জুটি। হারিস ৪৩ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চারের সঙ্গে তিনটি ছক্কা।
অন্য প্রান্তে ফারহানও ছিলেন কার্যকর। তবে তিনি দলীয় ৮৯ রানে (২৯ রান করে) বিদায় নিলে ভেঙে যায় সেই জুটি। কিছুক্ষণ পরেই উইকেট হারায় পাকিস্তান। আমির কলিম প্রথমে হারিসকে ফেরান, তারপর একই ওভারের পরের বলেই অধিনায়ক সালমান আগাকে শূন্য রানে সাজঘরে পাঠিয়ে ম্যাচে ফেরান ওমানকে।
এক প্রান্ত সামলানোর চেষ্টা করেন ফখর জামান। তাকে সঙ্গ দেন হাসান নেওয়াজ, তবে বেশিক্ষণ টিকতে পারেননি। নয় রানে থেমে যান নেওয়াজ। পরের ওভারেই শাহ ফয়সালের শিকার হন মোহাম্মদ নেওয়াজ। শেষদিকে আবার আঘাত হানে ওমান। ইনিংসের শেষ বল খেলার আগেই সপ্তম উইকেট হারায় পাকিস্তান। ফাহিম আশরাফকে তুলে নেন মোহাম্মদ নাদিম।
অন্যপ্রান্তে অটল থাকেন ফখর জামান। তিনি ১৬ বলে অপরাজিত ২৩ রানে শেষ পর্যন্ত পাকিস্তানকে নিয়ে যান ১৬০ রানে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করায় এশিয়া কাপের অন্যতম ফেভারিট দলটি।
এখন ওমানের সামনে লক্ষ্য ১৬১। তবে সেই লক্ষ্য ছুঁতে হলে তাদেরকে মোকাবিলা করতে হবে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণকে। ম্যাচের ভাগ্য এখন নির্ভর করছে ওমানের ব্যাটাররা কীভাবে সামলান পাকিস্তানি বোলারদের আগুনে বোলিং।
এফবি/এমজে