হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।
তার মতে, দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের আরও আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলার সুযোগ ছিল, কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে এক বিশ্লেষণে এ মন্তব্য করেন জাফর।
তিনি মনে করেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলাদেশ চাইলে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে একটি স্পষ্ট বার্তা দিতে পারত। তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে প্রস্তুত এটা প্রমাণের সুযোগ ছিল।
তিনি বলেন, হংকংয়ের মতো দলের বিপক্ষে ভীতু বা রক্ষণশীল ক্রিকেট খেলার কোনো প্রয়োজন ছিল না।
তিনি আরও বলেন, পিচ খুব একটা কঠিন ছিল না এবং হংকংয়ের বোলারদের বলের গতি তুলনামূলক কম থাকলেও বাংলাদেশ সেটিকে কাজে লাগাতে পারেনি। সম্ভবত শুরুতেই দুই উইকেট হারানোয় তারা নেট রান রেটের কথা চিন্তা না করে ম্যাচ জয়ের দিকেই মনোযোগ দিয়েছে এবং নিরাপদ কৌশল নিয়েছে।
তবে তিনি লিটন ও হৃদয়ের প্রশংসা করেছেন।
তিনি বলেন, লিটন ধীরে শুরু করলেও পরে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং স্মার্টলি ইনিংস সাজিয়েছেন। হৃদয় কিছুটা সংগ্রাম করলেও দুজনের জুটি জয়ের ভিত গড়ে দেয়।
এফবি