ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংকের শরিয়াহ্ ব্যাংকিং ব্যবস্থাপনার ওপর মতবিনিময়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, মে ২০, ২০২৫
ওয়ান ব্যাংকের শরিয়াহ্ ব্যাংকিং ব্যবস্থাপনার ওপর মতবিনিময়

ঢাকা: রাজধানীতে ওয়ান ব্যাংক পিএলসি’র দিনব্যাপী ‘শরিয়াহ্ ব্যাংকিং ব্যবস্থাপনার ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) ঢাকায় হোটেল হলিডে ইনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ এ মতবিনিময় সভা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।  

সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহ্।  

বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন এবং উপপরিচালক আফতাব উদ্দিন মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী ব্যাংকিংয়ের ওপর গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।  

অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারাসহ আঞ্চলিক প্রধানরা অংশগ্রহণ এবং মতবিনিময় করেন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।