ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের মাধবদী শাখা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, মে ১৮, ২০২৫
নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের মাধবদী শাখা

ঢাকা: উন্নত, আধুনিক ও সময়োপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের মাধবদী শাখা আরও বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।  

রোববার (১৮ মে) নরসিংদীর মাধবদী বাজারে নতুন ঠিকানায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী, ব্যাংকের মাধবদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী আশরাফ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে এম আখতার হোসেন বলেন, এক্সিম ব্যাংক সব সময় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকে। এ কারণেই মাধবদী শাখাকে আরও বৃহৎ পরিসরে স্থানান্তর করা হয়েছে।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।