ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিকেলে আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
বিকেলে আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা

ঢাকা: আবারও বসছে শনিবার (৯ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের’ মুলতবি সভা।

শনিবার সকালে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বাংলানিউজকে জানান, বিকেল ৪টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।



আওয়ামী লীগ সূত্রে জানা যায়, শনিবার খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদের প্রার্থী বাছাইয়ের বিষয় আলোচনা হবে মনোনয়ন বোর্ডের মুলতবি সভায়।

এর আগে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোয়ন বোর্ডের সভা শুরু হয়।

বৃহস্পতিবার একটি সংসদীয় আসনের উপ-নির্বাচন, ১০টি পৌরসভা এবং পুরো রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়।

এরপর শুক্রবার বিকেল চারটা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়। শুক্রবার মুলতবি সভা বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে। শুক্রবার মুলতবি হওয়া সভা শনিবার বিকেলে আবার বসবে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।