ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খালেদার গাড়িবহরে হামলা: শেখ সেলিমের বিরুদ্ধে মামলা বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৬, জুন ৬, ২০১০

ঢাকা : খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে শেখ সেলিমের বিরুদ্ধে করা মামলা আজ  বৃহস্পতিবার বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মোহম্মদ শামসুল হুদা এবং বিচারপতি আবু বকর সিদ্দিক সমম্বয়ে গঠিত বেঞ্চ আজ এ রায় দেন।



২০০১ সালের ১৪ জানুয়ারি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া পিরোজপুর জনসভায় যাওয়ার পথে কেরানিগঞ্জে সন্ত্রাসীরা তার গাড়ি বহরে হামলা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১৪ জানুয়ারি ২০০২ সালে নাজিম উদ্দিন নামের জনৈক ব্যক্তি কোরানিগঞ্জ থানায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম সহ আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।

শেখ সেলিমসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয় ২০০৩ সালের ৩০ মে।

ওই বছরের ১৬ জুলাই শেখ সেলিম এ মামলা বাতিলের জন্য আদালতে আবেদন করেন।

একই বছরের ৯ আগস্ট কেন মামলাটি বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

রুলের শুনানি শেষে হাইকোর্ট আজ মামলাটি বাতিল করে দিয়েছেন।

শেখ সেলিমের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মামলাটি বাতিলের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘শেখ সেলিমকে হেয় প্রতিপন্ন করার জন্য এটি ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক একটি মামলা। ’


বাংলাদেশ স্থানীয় সময় : ১৫৩০ ঘণ্টা, ৩ জুন ১০
এজেড/এজে /জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।