ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পুরোপুরি সুস্থ নই, আপাতত বাসায় যাব: নুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, সেপ্টেম্বর ১৫, ২০২৫
পুরোপুরি সুস্থ নই, আপাতত বাসায় যাব: নুর নুরুল হক নুর

সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছেন, এখনো পুরোপুরি সুস্থ নই, আপাতত বাসায় যাব। এরপর অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেব।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন থাকা অবস্থায় গঠিত বোর্ডের চিকিৎসকদের সিদ্ধান্তক্রমে নুরকে ছাড়পত্র দেওয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।  

তিনি বলেন, নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। অলরেডি তিনি হাসপাতাল ছেড়েছেন।

বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতাল থেকে সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে যাওয়ার সময় নুরের শারীরিক অবস্থার বিষয়ে উপস্থিত কিছু গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে নুর বলেন, এখনো পুরোপুরি সুস্থ নই, আপাতত বাসায় যাব। এরপর অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেব।

স্বজনরা জানান, নুরকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।