বিসিএস পরীক্ষার্থীদের জন্য আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঘোষিত কর্মসূচি সকালের পরিবর্তে বিকেলে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।
জামায়াত জানিয়েছে, পরীক্ষার কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটানোর লক্ষ্যে সকাল বেলায় কোনো কর্মসূচি থাকবে না। সারাদেশে সংশ্লিষ্ট শাখাগুলোকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
দলটির পক্ষ থেকে বিসিএস পরীক্ষার্থীদের বলা হয়েছে, তারা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে দেশের উন্নয়ন ও জাতির প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারে।
পাঁচ দফা দাবি হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এমআইএইচ/আরবি