ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

কিশোরগঞ্জ: উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১২ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার।

 

জেলা যুব মহিলা লীগের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।  

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাকিয়া পারভীন খানম (মনি)।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।  

বিশেষ বক্তা ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম শীলা।  

এছাড়াও বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্য নেত্রীরা।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ১২ মার্চ, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।