ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আমি মন্ত্রী হবো তা কোনোদিন কল্পনাও করিনি: ধর্মপ্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
আমি মন্ত্রী হবো তা কোনোদিন কল্পনাও করিনি: ধর্মপ্রতিমন্ত্রী

জামালপুর: ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, লক্ষ্য অর্জন করা সহজ কিন্তু তা ধরে রাখা খুবই কঠিন। আমি মন্ত্রী হবো তা কোনোদিন কল্পনাও করিনি।

শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের যতো নেতাকর্মী রয়েছে তারা ভোট দিলে অন্য কারও ভোটের প্রয়োজনই হবে না।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠিন সম্পাদক মীর্জা আজম এমপি।

বিশেষ অতিথি রয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।