bangla news

নড়াইলে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর জনসভা স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১২-১৮ ৪:৩২:৫৭ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাশরাফি বিন মর্তুজা। ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাশরাফি বিন মর্তুজা। ফাইল ফটো

নড়াইল: প্রাকৃতিক দুর্যোগের কারণে নড়াইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা  স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা হওয়ার কথা ছিল। জনসভায় নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজারও প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী বক্তব্য দেওয়ার কথা ছিল।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান দুপুরে  জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এসআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-12-18 16:32:57