ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে রাজনৈতিক অপতৎপরতা শুরু হয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
‘বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে রাজনৈতিক অপতৎপরতা শুরু হয়’ ময়মনসিংহে আওয়ামী লীগের শোকের মাস আগস্টের কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে একাত্তরের পরাজিত শত্রুরা রাজনৈতিক অপতৎপরতা শুরু করেছিল বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। 
 

তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর রাষ্ট্রক্ষমতায় আসীন অপশক্তি মুক্তিযুদ্ধের মহান আদর্শ ও চেতনাকে হত্যা করার অপচেষ্টা চালায়। সংবিধান স্থগিত করার পর দালাল আইন বাতিল করার অধ্যাদেশ জারি করা হয়।

এর মাধ্যমে একাত্তরের পরাজিত শত্রুদের রাজনীতি করার পথ খুলে দেয়া হয়েছিল।  

মঙ্গলবার (০১ আগস্ট) সকালে ময়মনসিংহ নগরীর শিববাড়ি রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোকের মাস আগস্টের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কবির উদ্দিন ভূইয়া, আহাম্মদ আলী আকন্দ, এম.এ.কুদ্দুস, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন, তরুণ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হিমেল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭ 
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।