ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

রূপসায় যুব মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩০, অক্টোবর ৬, ২০২৫
রূপসায় যুব মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার

খুলনা: খুলনার রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি গ্রেপ্তার হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আকলিমা তুলি রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং খুলনা জেলা যুব মহিলা লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও তুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় প্রচারণায় সক্রিয় ছিলেন। এ ছাড়া গোপনে দলীয় বৈঠকের আয়োজন ও সংগঠন পুনর্গঠনেরও চেষ্টা করছিলেন তিনি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।