দীর্ঘ দুই দশক পর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন। এ নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবে, সে সিদ্ধান্ত তিনি দল, দেশ ও জনগণের ওপর ছেড়ে দিয়েছেন।
বিবিসি বাংলার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আগামী নির্বাচনে আপনার ভূমিকা কি হবে? আপনি কি সরাসরি নির্বাচন করছেন? আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখতে পাবো নির্বাচনে?
উত্তরে তারেক রহমান বলেন, আমি একজন রাজনৈতিক দলের সদস্য। একজন রাজনৈতিক কর্মী আমি। নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না। আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইন শা আল্লাহ থাকবো আমি।
প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, আমি মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি তো আমার সিদ্ধান্ত না। এটি সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ।
তবে নির্বাচনে সরাসরি অংশ নেওয়া প্রসঙ্গে তিনি তারেক রহমান স্পষ্টভাবে বলেন, অবশ্যই নেব।
প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সে সিদ্ধান্ত দল নেবে। দল কীভাবে করবে, সেটি দলের সিদ্ধান্ত।
এমজে
আরও পড়ুন :
দল হিসেবে অন্যায় করলে আইন অনুযায়ী তাদের বিচার হবে, আ. লীগ প্রসঙ্গে তারেক রহমান
নির্বাচন এককভাবে নাকি দলগত, যা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
আমার কথা গণমাধ্যম প্রচার করতে পারত না: তারেক রহমান
দ্রুতই দেশে ফিরছেন তারেক রহমান, অংশ নেবেন নির্বাচনে