ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

খাগড়াছড়িতে জেলা যুবদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৬, জুলাই ২৭, ২০১৭
খাগড়াছড়িতে জেলা যুবদলের বিক্ষোভ খাগড়াছড়িতে জেলা যুবদলের বিক্ষোভ

খাগড়াছড়ি: কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শাপলা চত্বর এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধার মুখে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।  

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ