ঢাকা: জাতীয় সংসদকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক করতে বিএনপি দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, “জাতীয় সংসদকে স্বচ্ছ, জবাবদিহি, অংশগ্রহণমূলক করতে বিএনপি বদ্ধপরিকর। সংসদ সদস্য নিজের দলের বিপক্ষে কথা বলতে পারবে এটাও ৩১ দফায় রাখা হয়েছে। ”
তিনি আরও বলেন, “বিএনপিও উচ্চকক্ষ চায়, তবে পিআর পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিএনপি চায় না। এমন সুশীল সমাজ উচ্চকক্ষে আসুক যারা দেশের জন্য কথা বলবে। ”
শামা ওবায়েদ বলেন, “সংসদ সদস্যদের ক্ষমতা কতটা আছে, তা ভেবে দেখতে হবে। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ আসবে তা যেন জনগণের বিশ্বাস অর্জন করতে পারে। ”
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক আরও বলেন, “মার্কাতেই সাধারণ জনগণ ভোট দেবে না, প্রার্থীদের ওপর জনগণের আস্থা থাকতে হবে। জনগণ এবার সেসব প্রার্থীকে ভোট দেবে, যারা তাদের টাকা মেরে খাবে না, ঘুষ খাবে না, চুরি করবে না। ”
এসবিডব্লিউ/জেএইচ