ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

যে দমন-পীড়ন-দখলদারিত্ব আ. লীগ চালু করেছিল, তা যেন ফিরে না আসে: নুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, মার্চ ২৪, ২০২৫
যে দমন-পীড়ন-দখলদারিত্ব আ. লীগ চালু করেছিল, তা যেন ফিরে না আসে: নুর ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন নুরুল হক নুর

পটুয়াখালী: গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের ডাকে হয়নি, এটি হয়েছে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনে।  

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে নুর বলেন, গণ-অভ্যুত্থানের আগে যে দমন-পীড়ন ও দখলদারিত্ব আওয়ামী লীগ চালু করেছিল, তা যেন ফিরে না আসে, সে বিষয়ে রাজনৈতিক নেতাদের সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, যদি নেতারা ক্ষমতা পেয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব শুরু করেন, জনগণ আমাদেরও ছাড়বে না। আওয়ামী লীগকে যেমন ছাড়েনি, অন্যায় করলে আমাদেরও ছাড়বে না। নেতৃত্বে থাকতে হলে জনগণের সহমর্মিতা ও সহনশীলতা জরুরি। এখনই যদি লুটপাট ও ক্ষমতার অপব্যবহার শুরু করেন, জনগণ ভোটের সময় টাকার বিনিময়ে প্রতিশোধ নেবে।

দেশের রাজনীতিতে বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নূর বলেন, রাজনৈতিক বিভক্তি যত বাড়বে, আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসিত হবে। তাই রাজনৈতিক ভিন্নতা থাকলেও সম্প্রীতির পরিবেশ জরুরি।

সোমবার (২৪ মার্চ) বিকেলে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে জেলা গণ অধিকার পরিষদের আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বিপদে পড়লে আমরা আল্লাহকে ডাকি, আর বিপদ কেটে গেলে ভুলে যাই-রাজনীতিতেও ঠিক একই চিত্র দেখা যায়। সংকটকালে দলগুলো ঐক্য খোঁজে, আর স্বস্তি মিললেই নিজেদের সর্বেসর্বা ভাবে।  

চাঁদপুরের একটি ইফতার অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, খেলাফত ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একসঙ্গে অংশ নিয়েছেন, যা রাজনৈতিক সম্প্রীতির দৃষ্টান্ত।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা আহ্বায়ক সৈয়দ মো. নজরুল ইসলাম লিটু। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নেতা, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।