ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফুটবল বিশ্বকাপ ঘিরে সাতক্ষীরায় বাড়তি উন্মাদনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
ফুটবল বিশ্বকাপ ঘিরে সাতক্ষীরায় বাড়তি উন্মাদনা

সাতক্ষীরা: কাতারে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ ঘিরে সাতক্ষীরায় যেন উন্মাদনার শেষ নেই। পছন্দের দলের পতাকা ও জার্সি নিয়ে রীতিমত প্রতিযোগিতায় নেমেছেন ফুটবল প্রেমিরা।

সাতক্ষীরায় সব দেশেরই সমর্থক থাকলেও ব্রাজিল ও আর্জেন্টিরা ভক্তরাই বেশি। তারাই মূলত দুইভাগে বিভক্ত হয়ে উচ্ছাসে মেতেছেন। এ দুই দলের পতাকা শোভা পাচ্ছে বাড়ির ছাদ, রাস্তাসহ বিভিন্ন স্থানে। সেইসঙ্গে প্রতিযোগিতা চলছে বিশালাকৃতির পতাকা প্রদর্শন নিয়েও।

ইতোমধ্যে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে তালা উপশহরে বর্ণাঢ্য শোভাযাত্রাও করেছেন।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় ৬০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যরা তালা উপশহরে শোভাযাত্রা করেন।

এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ব্রাজিল ফ্যান ক্লাব ৫০০ হাত পতাকা নিয়ে শোভাযাত্রা করেছিল।

ব্রাজিল ফ্যান ক্লাবের অর্ঘ্য ঘোষসহ কয়েকজন জানান, ফুটবল একটি শিল্প। এর শিল্পী ব্রাজিল। জয়ের মধ্যে দিয়েই সমর্থকরা নতুন ব্রাজিল দেখতে পাবে।

আর্জেন্টিনার সমর্থক এসএম নাহিদ হাসান জানান, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক তিনি। তার পরিবারের সদস্যরাও একই পথের পথিক। মেসির খেলা তাকে বেশি আকর্ষণ করে। তাই নানা পুরস্কারে ভূষিত মেসির হাতে এবারের বিশ্বকাপ দেখতে চান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।