ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেয়াজুল হক (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

রোববার (৩০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত নির্মাণ শ্রমিক রেয়াজুল ওই ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের বাসিন্দা আজগার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার সকালে পাশের গ্রামের আয়নারপুল এলাকার আছদ্দির ছেলে প্রভাবশালী দবিয়ার রহমানের বাড়ি নির্মাণ কাজে যান রেয়াজুল হক। নির্মাণ করা বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইন ছিল। কাজের একপর্যায়ে সেই লাইনের বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন নির্মাণ শ্রমিক রেয়াজুল। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে বাড়ির মালিক দবিয়ার রহমান সপরিবারে পলাতক রয়েছেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বাংলানিউজকে বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।