ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, মে ২১, ২০২৪
লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লক্ষ্মীপুর: জেলায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সিরাজুল ইসলাম সিরাজের (৪২) মৃত্যু হয়েছে।

সোমবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চটকির সাঁকো এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের নুরুল আমিন ড্রাইভারের ছেলে। তিনি সোলার গ্রুপ ও ব্লিং গ্রুপের বিপণন কর্মকর্তা ছিলেন।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজ মোটরসাইকেলযোগে কমলনগর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সিরাজ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। এ জন্য ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ২১, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।