ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বান্দরবানে ব্রিজে বাসের ধাক্কায় হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
বান্দরবানে ব্রিজে বাসের ধাক্কায় হেলপার নিহত

বান্দরবান: বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের একটি ব্রিজে পর্যটকবাহী বাস ধাক্কা দেওয়ায় তাতে থাকা হেলপার মো. মোজাফফর (৬৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) রাতে ঘটে এ দুর্ঘটনা।

নিহত মোজাফফর নওগাঁ জেলার শ্রীরামপুর উত্তর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রাজশাহীর মোহনপুর থেকে নবাবী এন্টারপ্রাইজের একটি বাসে পর্যটকদের একটি দল গত ২২ অক্টোবর যাত্রা শুরু করে। দেশের বিভিন্ন পর্যটন এলাকা ভ্রমণ করে সিলেট, খাগড়াছড়ি ঘুরে তারা রাঙ্গামাটি থেকে বান্দরবানের উদ্দেশে রওনা দেন। এ সময় পথে বাঙ্গালহালিয়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল ও একটি টেক্সিকে সাইড দিতে গিয়ে বাসটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের হেলপার এর দুই পা ব্রিজে চাপা পড়ে কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মোজাফফরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ব্রিজে বাসের ধাক্কায় একজন মারা গেছেন। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।