ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে বজ্রপাতে দুই গাভির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ৯, ২০২৪
পঞ্চগড়ে বজ্রপাতে দুই গাভির মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে দুই গাভির মৃত্যু হয়েছে। একই ঘটনায় গোয়াল ঘরে থাকা ৪ থেকে ৫টি মুরগিও মারা গেছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের মাঝগ্রামে সব্রাতুর (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে। পেশায় সব্রাতু একজন কৃষক।

স্থানীয়রা জানান, টানা একমাস দাবদাহের পর পঞ্চগড় জেলায় বিচ্ছিন্নভাবে দেখা দিয়েছে বৃষ্টিপাত। এর মাঝে হঠাৎ মুষলধারে বৃষ্টিপাত নামে। এর মাঝে আকাশে গর্জনের সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হলে সব্রাতুর বাড়ির গোয়াল ঘরে বজ্রপাত হলে দুইটি গাভিসহ মুরগিগুলো মারা যায়।

জানা গেছে মারা যাওয়া গাভি দুটির বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলেমান আলী বজ্রপাতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।