ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার-সাদা ছড়ি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
নেত্রকোনায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার-সাদা ছড়ি বিতরণ

নেত্রকোনা: স্থানীয় সরকার বিভাগের আওতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকেল্পর (ইউজিডিপি) অধীনে নেত্রকোনায় বিভিন্ন প্রতিষ্ঠানে উঁচু নিচু বেঞ্চ, প্রতিবন্ধীদের ষ্কুলে হুইলচেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা সদর উপজেলা পরিষদ  হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের ইউ ডি এফ ইসরাত জাহান, সদর উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল বাতেন প্রমুখ।

উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের ইউ ডি এফ ইসরাত জাহান বলেন, অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে ৩০০ উঁচু নিচু বেঞ্চ, ২৯টি হুইলচেয়ার ও ২০টি সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।